নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ইয়াবা সেরু (৩২) ১২০ পিচ ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার রাতে সৈয়দপুর থানাধীন গোলাহাট পুলিশ ফাঁড়ির অভিযানিক দল তাঁকে কয়া গোলাহাট থেকে আটক করে। তিনি শহরের গোলাহাট কবরস্থান গেট এলাকার মৃত. খোদাদিন শাহ্ এর ছেলে।
গোলাহাট পুলিশ ফাঁড়ির এসআই জামাল জানান, এসআই শাহ আলম ও এএসআই মোখলেছকে সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজের পাশে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক মাদক ব্যবাসয়ীর পকেট থেকে ওই সময় ১২০ পিচ ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।