১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকার অনুমোদন দিলো সৌদি

অনলাইন ডেস্ক।।

১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকার দেওয়ার অনুমোদন দিলো সৌদি, পাঁচ বছর থেকে ১১ বছর বয়সীদের করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ কর্তৃপক্ষ ( এসএফডিএ) ৩ নভেম্বর বুধবার এ অনুমোদন দেওয়া হয়।

বিশ্বের মধ্যে অনেক দেশেই ১২ বছরের উর্ধ্বে সবাইকে করোনা টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। টিকা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য শিশুদেরও অন্তর্ভূক্ত করা হচ্ছে, তাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে।সারাবিশ্বে বিভিন্ন দেশ এরই মধ্যে প্রস্তাব পেয়েছে পাঁচ বছর থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়ার জন্য। আগামীতে সৌদি আরবও টিকা দিতে যাচ্ছে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদের টিকা দেওয়ার জন্য গত সপ্তাহে অভিভাবকদের মতামত জানতে জরিপ পরিচালনা করে। এছাড়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অবশেষে বাচ্চাদের টিকা দেওয়ার অনুমোদন দেয় এসএফডিএ।

সৌদিআরবের বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে শিশুদের করোনার টিকা দেওয়ার পর এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা যায়নি। শিশুদের সুরক্ষার জন্য, তাদের স্কুলে যাওয়ার জন্য এবং পরিবারের অন্যদের মাঝে যেন করোনা ছড়াতে না পারে তার জন্য টিকা দেওয়া প্রয়োজন।

গত দুই সপ্তাহ আগেও সৌদির শিক্ষা মন্ত্রাণলয় ঘোষণা দেয় যে, নিরাপদে থাকার জন্য, ১২ বছরের নিচের বয়সী শিশুদের স্কুলে আসার প্রয়োজন নেই। সৌদিতে ৪৬ মিলিয়ন করোনার টিকার ডোজ সম্পন্ন করার তথ্য নিবন্ধন করা হয়েছে এ পর্যন্ত।

আয়েশা আক্তার/অননিউজ24

আরো দেখুনঃ