দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি ১ হাজার ৭৩৭ টি মনোনয়নপত্র বিতরণ করেছে। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭ টি, ২১ নভেম্বর ৬২২ টি, ২২ নভেম্বর ৩৩১ টি এবং আজ ২২৭ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আগামীকালও মনোনয়নপত্র বিতরণ করা হবে।
২৪ নভেম্বর শুক্রবার থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি হচ্ছে ২৪ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় রংপুর বিভাগ ও বিকাল ৩টায় রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ, ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ।
সূত্র: বাসস
আরএইচ/অননিউজ