রেলপথ মন্ত্রী নূরল ইসলাম সুজন বলেন, আগামী বছর পদ্মাসেতুতে রেল যোগাযোগ চালু হওয়ার পাশাপাশি ২০২৪ সালের মধ্যে যমুনা নদীর উপরে ডুয়েলগেজ বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতুও চালু হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন সড়ক পথ নির্মান করছে। এতে অনেক স্থানে লেভেল ক্রসিং এ প্রতিবন্ধক ও গেটম্যান নেই। এই বিষয়গুলো দেখার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। এ কারনে রেললাইন পারাপারে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে।
নুরল ইসলাম সুজন শনিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার মনসাপাড়া বউবাজারে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী(পাকশী) আব্দুর রহিম, সহকারী নির্বাহী প্রকৌশলী ইএন (পার্বতীপুর) আবু জাফর মোঃ রাকিব হাসান, জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, বিশিষ্ঠ ঠিকাদার নুরুজ্জামান বুলেট, সহ দলীয় নেতৃবৃন্দ।
গত ৮ডিসেম্বর খুলনা মেইল ট্রেনে কাটা পরে একই পরিবারের ৩ ভাই-বোন ও উদ্ধারকারী এক যুবক মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবার দুটিকে মাঝে ৭০ হাজার অর্থ সহায়তাসহ রেলওয়েতে চাকুরীর আশ্বাস প্রদান করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।