সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২১বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান পিন্টু (৪৬) কে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সে আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আইয়ূব খানের ছেলে। পুলিশ জানায়, দলীয় শত্রুতার জেরে ২০০২ সালের ২২ এপ্রিল প্রকাশ্য দিবালোকে সফরপুর হাজী শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী ও স্থানীয় আ.লীগকর্মী মাহবুবুল হককে স্কুল প্রাঙ্গণে তার ছেলে -মেয়েসহ শতাধিক শিক্ষার্থীর সামনে গুলি করে হত্যা করেন সাবেক যুবদল কর্মী আসাদুজ্জামান পিন্টু ও তার কয়েকজন সহযোগি।
এ ঘটনায় মাহবুবুল হকে স্ত্রী বাদী হয়ে ১০ জনের নামে মামলা করেন। ২০১২ সালে আদালত পিস্টু সহ তার পাঁচ সহযোগির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। পাঁচজনকে বেকসুর খালাস দেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে পিন্টু পলাতক ছিলেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এসকেডি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com