২৫০ মিটার কাঁচা রাস্তার জন্য ৭ কিলোমিটার ঘুরতে হচ্ছে ১০ গ্রামের মানুষকে, চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক।।

জয়পুরহাট জেলার ক্ষেতলালের বড়তারা ইউনিয়নের রোয়াইর-তাউসারা সড়কের মাত্র ২৫০ মিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর জন্য এক ভয়াবহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির পুরো অংশ পাকা হলেও মাঝখানের ওই সামান্য অংশ কাঁচা থাকায় প্রতিদিন শত শত মানুষকে দুর্ভোগের মধ্যে চলতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এ অংশটি কাদায় কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে বিকল্প পথ ধরে প্রায় সাত কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

সরেজমিনে ঘুরে স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন কালাই-ক্ষেতলাল উপজেলা শহর এবং জয়পুরহাট জেলা শহরে যাতায়াত করেন আশপাশের অন্তত দশটি গ্রামের লোকজন। এছাড়াও সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীও যাতায়াত করে থাকেন। কিন্তু বর্ষাকালে এই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া দুঃসাধ্য হয়ে ওঠে। আবার এলাকার অনেকেই হাসপাতালে যাওয়ার সময় এই রাস্তা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। বিশেষ করে জরুরি রোগী পরিবহনের সময় এই দুর্বল রাস্তা বড় বাধা হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে রোয়াইর গ্রামের ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি বলেছেন, কাজের জন্য টেন্ডার হয়েছে। কার্যাদেশ পেলে ঠিকাদার কাজ শুরু করবেন। বড়তারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রাস্তাটির আইডি সংক্রান্ত কিছু জটিলতা ছিল, যার কারণে এতদিন কাজ শুরু হয়নি। এখন সেই জটিলতা কেটে গেছে। টেন্ডারও সম্পন্ন হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি। ক্ষেতলাল উপজেলার প্রকৌশলী মো. আব্দুল লতিফ বলেন, টেন্ডার শেষ হয়েছে এবং কাজের অনুমোদনও দেওয়া হয়েছে। তবে বর্ষা মৌসুম চলমান থাকায় কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আবহাওয়া কিছুটা অনুকূলে এলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেন তিনি।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ