২৮ অক্টোবরে লগি-বৈঠার হামলার বিচারের দাবিতে ইসলামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর চালানো বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর রাশেদুজ্জামান, জেলা শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছা, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, পৌর আমীর মাসুম মিয়া, উপজেলা উলামা বিভাগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এহসানুল হক আম্মার।

উপজেলা আমীর রাশেদুজ্জামান বলেন, ২৮ অক্টোবরের নৃশংস হামলা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আমরা অবিলম্বে ওই হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, সেদিন আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর নির্মমভাবে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করে। ১৯ বছর পেরিয়ে গেলেও এ নৃশংস হত্যাযজ্ঞের বিচার হয়নি, যা দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করেছে।

আরো দেখুনঃ