২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক।।

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

২৯ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “তফসিল ঘোষণার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি শেষ। আগামীকাল তফসিল ঘোষণার জন্য আমরা প্রস্তুত। আমরা কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট অংশীজনদের কাছে চিঠি পাঠাব। আগামীকাল বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে তফসিল ঘোষণা করা হবে।”

এর আগে, গত রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ২৯ জুলাই তফসিল ঘোষণার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেই অনুযায়ী নির্ধারিত তারিখেই ডাকসুর তফসিল ঘোষণা হতে যাচ্ছে।

সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ