আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট সূত্রের সর্বশেষ পাওয়া তথ্য মতে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ। উক্ত তারিখেই ২০২১ সালের এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে প্রধানমন্ত্রী মালদ্বীপ সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে ৩০ ডিসেম্বর নতুন শিক্ষাবর্ষের (২০২২) পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ওই দিনই (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
এদিকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ জানুয়ারি ২০২২ থেকে। সুতরাং এর আগেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে।
ইতোমধ্যে ফলাফল প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, এই বছর দেশের নয়টি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।শিক্ষার্থীরা নিম্নোক্ত লিংকটি থেকে তাদের ফলাফল জানতে পারবে । http://www.educationboardresults.gov.bd
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।