গেল ২৩ সেপ্টেম্বর পাবনা কাশীনাথপুর ইউনিয়নের পাইকরহাটি ভাটিপাড়া গ্রামের নাইমা নামে (৬) ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ এনে পার্শ্ববর্তী সোহান ও ইব্রাহিম নামে দুই ছেলেকে মামলার বাদী আখতারুজ্জামানের ঘরে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠছে ।
স্থানীয়রা এ বিষয়ে এগিয়ে আসলে সমঝোতার নামে ২০ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করেন, টাকা না দিলে তাদের বাড়ি লেখে দেবার কথা জানান ভিকটিমের পরিবার।
পরে রাতে উভয় পক্ষের সাথে আলাপ করে ২ লক্ষ টাকা সমঝোতা করেন স্থানীয় গ্রাম্যপ্রধানগণ।
২৫ সেপ্টেম্বর অভিযুক্ত সোহান, ইব্রাহিমের শারীরিক অবস্থা অবনতি হলে পাবনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেলে,, ভিকটিমের দাদা আখতারুজ্জামান দ্রুত সাথিয়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাদেরকে হাসপাতাল থেকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।