৩১ দথা বাস্তবায়নে ধারাবাহিক পথসভায় সাবেক সচিব
সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি

জাতীয় ইস্যুতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমর্থন অর্জনে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি থেকে জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক ঢাকা জেলার ডিসি,বিভাগীয় কমিশনার ও সচিব আব্দুল বারিক।
আজ বিকেলে কালাই উপজেলার শিবসমুদ্র মাদ্রাসা মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারিক।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। এই দলই দেশের মানুষের মুক্তি ও উন্নয়নের রাজনীতি করে। তাই জনগণের সমর্থন নিয়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা হবে।”
পথসভা শেষে তিনি স্থানীয় বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
jn