খাগড়াছড়ি বিজিবি সেক্টরর ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন কতৃর্ক সীমান্তবর্তী রুপসেন পাড়ার সীমানা পাড়ায় সচেতনতামুলক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। সভায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার বিষয়ে সীমান্তবর্তী এলাকাবাসীকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তায় আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।উল্লেখ্য যে, রুপসেনপাড়া এলাকার শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ১০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।