৪৮ দিন যুদ্ধের পর আজ থেকে গাজায় যুদ্ধবিরতি

আজ (২৪ নভেম্বর) শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় এবং বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিন ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। পর্যায়ক্রমে মুক্তি পাবে মোট ৫০ জন।

মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি মুক্তির ক্ষেত্রে প্রাধান্য পাবেন নারী ও শিশুরা। বিশেষত একই পরিবারের সদস্য এমন ব্যক্তিদের মুক্তির ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ব্যাপারটি নিশ্চিত করে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলে প্রতিদিন ৪ ট্রাক জ্বালানি ও ২শতাধিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, যেসব জিম্মি মুক্তি পাবেন তাদের খসড়া তালিকা তারা হাতে পেয়েছেন। এই ব্যাপারে ওইসব পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।

আরএইচ/অননিউজ

আরো দেখুনঃ