পটুয়াখালীর বাউফলের ক্ষুদ্রাকৃতির বজলুর রহমানকে একটি নতুন দোকান উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। ৪৮ বছর বয়সী বজলুর রহমানের উচ্চতা মাত্র ৪০ ইঞ্চি। বজলুর রহমান উপজেলা সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃত আবদুল কাদের হাওলাদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে বজলুর রহমান ছোট। তার বড় ভাই আবদুর রশিদ কৃষক। আকৃতি ছোট হওয়ায় বজলুর রহমানকে নানা ধরনের সামাজিক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। বজলুর রহমান ১৯৭৩ সালের ১ জানুয়ারি জম্মগ্রহণ করেন। ২৫ বছর বয়সে তার বাবা মারা যান। ৫ বছর আগে মাকে হারান। এরপর থেকে বড় ভাইয়ের সঙ্গেই থাকেন তিনি।
নতুন দোকান পেয়ে খুশি বজলুর রহমান। এক প্রতিক্রিয়ায় ক্ষুদ্রাকার এই মানুষটি সাংবাদিকদের বলেন, এখন আমি স্বাবলম্বির পথে। নিজের পায়ে নিজে দাঁড়াব, ব্যবসা করব। তবে মৃত্যুর আগ পর্যন্ত ভাইয়ের সঙ্গেই থাকতে চান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ৫০ হাজার টাকায় বজলুর রহমানকে একটি দোকান নির্মাণ করে দেয়া হয়েছে। দোকানের সঙ্গে পুঁজি হিসেবে নানা ধরনের পণ্য দেয়া হয়েছে। এখন থেকে বজলুর রহমান ব্যবসা করবেন। তাকে আমরা সহায়তা করতে পেরে খুশি।