কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও নিত্যপণ্যের মূল্য কমানোসহ পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারি দেশের সব বিভাগে সমাবেশ করবে বিএনপি।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই সরকার পরিকল্পিতভাবে আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছে। ছদ্মবেশী বাকশাল তৈরি করেছে, নির্বাচনের নাটক তৈরি করেছে। কিন্তু এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফেরত চায়। জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। কারণ, তারা এমনি এমনি যায় না, আন্দোলন করেই তাদের সরাতে হয়। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরছে না এবং আমাদের সঙ্গীরা কারামুক্ত হচ্ছে না, ততক্ষণ আন্দোলন চলবে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে, আমাদের কর্মীদের মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিসহ আমাদের পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ে আগামী চার ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী বিভাগীয় শহরে সমাবেশ করব।