নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করার দিক দিকনির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে গত ৪ আগস্ট ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিশেষ মতবিনিময় সভা গত ৪ আগস্ট সুবর্ণপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।সভার শুরুতে নিহত আওয়ামীলীগ নেতাকর্মীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন আদর্শ সদর উপজেলা আওয়মীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কাজী আবুল বাশার।মতবিনিবাস সভায় আরো বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল । আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাসান রফি রাজু, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইকবাল হোসেন বাহালুল, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ সেলিম , উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পদক জিয়াউল ইসলাম জীবন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়া , ৫নং পাঁচথুবী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হাসান হিরন সহ আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ , ইউনিয়ন আওয়ামীলীগের ও ওয়ার্ড আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । মতবিনিময় সভায় সভাপতির হিসেবে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহিরুল কাইয়ুম ।