৫ আগস্টের পর আমাদের স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে : হান্নান মাসউদ
অনলাইন ডেস্ক।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম, এ দেশের মানুষও স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখেছিল এ দেশের আপামর জনতা। কিন্তু ৫ আগস্টের পর থেকে আমাদের স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে। আমরা দেখেছি পুরোনো রাজনৈতিক ব্যবস্থা, পুরোনো প্রশাসনিক ব্যবস্থা, পুরোনো আইনি কাঠামো, পুরোনো পররাষ্ট্রনীতি, পুরোনো বাণিজ্যনীতি প্রতিষ্ঠা করে রাখার জন্য একটি সুবিধাভোগী গোষ্ঠী নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে একটি রেস্টুরেন্টে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, কমিটি গঠন এবং দলের নিবন্ধন প্রক্রিয়া বিষয়ে এনসিপি নোয়াখালী জেলার সব উপজেলার সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই বোঝেন—আমরা এমন একটি লড়াই করছি, যা জুলাই অভ্যুত্থানের চেয়েও কঠিন। আমাদের এই লড়াই জুলাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে মাত্র। জুলাইয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম, এই বাংলাদেশ নতুনভাবে গঠন করা হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশের পচে যাওয়া রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি কাঠামো ভেঙে নতুনভাবে গড়ে তোলার।
তিনি আরও বলেন, আজকের এ প্রোগ্রাম নোয়াখালী অঞ্চলের জন্য, বাংলাদেশের জন্য ইতিহাসের একটি অংশ। এই প্রোগ্রামের মধ্য দিয়েই আগামী বাংলাদেশের এনসিপি যে নেতৃত্বের ধারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির যে চেষ্টা করছে, তার সূচনা এখান থেকেই। আজকের শুরুতেই যারা অংশগ্রহণ করছেন, তারা প্রত্যেকেই দুঃসাহসী, প্রত্যেকেই বিপ্লবী। তারা স্রোতের প্রতিকূলে একটি রাজনৈতিক দলে যোগ দিতে এসেছেন। সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনুস সরকার এসে সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে চুক্তিকৃত ২১ বিলিয়ন টাকার অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা দেয়, এতে একটি গোষ্ঠীর গায়ে জ্বালা শুরু হয়। তারা বোঝাতে চেয়েছে—ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে।
আলোচনা সভায় অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করেন।
জেলা সংগঠক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, নোয়াখালীর সংগঠক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪