"ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ দক্ষিণ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিনটি দোকানে আগুন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দক্ষিণ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত থেকে কাপড়ের দোকানসহ একটি হোমিওপ্যাথিক দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার বিকাল সারে তিনটায় এই ঘটনাটি ঘটে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাহেবাবাদ দক্ষিণ বাজারে সোমবার বিকাল সারে তিনটায় শফিকুল ইসলামের কাপড় ও তুলার দোকানের সাথে থাকা বিদ্যুতিক লাইনের খুঁটি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন পাশের হোমিওপ্যাথিক দোকানে ছড়িয়ে পড়ে।
এসময় এলাকাবাসী টিউবওয়েল থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রনে আসার পর বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে আসে। আগুনে তিনটি দোকানের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান।