নড়াইলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ ও বেলা শেষে প্রবীণ নিবাসের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের গোপীকান্তপুর বেলা শেষে প্রবীণ নিবাসে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বেলা শেষে প্রবীণ নিবাসের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, শরীফ আতিয়ার রহমানের সন্তান সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস,জেড আতীক, অধ্যাপক ডাঃ তাওফিকা হোসাইন (তুলি), অধ্যাপক ডাঃ বীরেন্দ্রনাথ ভট্টাচার্য, ডাঃ শরীফ জায়েদ আতীক, ডাঃ চয়ন সিংহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, ডাক্তার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে দেশের নাম করা ১৫জন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। উল্লেখ্য যে, শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিমাসের শেষ শুক্রবার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে নিজ বাসভবনে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
শান্ত/অননিউজ