ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে ৬৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব।
সোমবার বিকেলে নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলো সিরাজগঞ্জের রায়গঞ্জ কয়রা এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম শহিদ (৪৩) ও ব্রাহ্মণবাড়িয়া আখাউরার বৈশর এলাকার মো. মজিব মিয়ার ছেলে মো. রাশেদ (২১)।
মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৭ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এসময় তাদের বহনকৃত একটি সাদা রঙের পুরাতন প্রাইভেট কার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে মাকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com