ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততম এক ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। এবার একই সময়ে দুইটি লিগে খেলবেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ভাইটালিটি ব্লাস্টে সারির হয়ে ও মেজর লিগে নাইট রাইডার্সের হয়ে খেলার কথা আছে তার।
মেজর লিগে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি লস এঞ্জেলসের নেতৃত্বে থাকবেন তিনি। এক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই চারটি ম্যাচ খেলার কথা রয়েছে তার।
এদিকে নারিন গত ছয় সপ্তাহ ধরেই যুক্তরাজ্যে রয়েছেন। ভাইটালিটি ব্লাস্টে সারির হয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচে খেলেছেন তিনি। বল হাতে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ব্যাট হাতে ১৫৯ দশমিক ৮৪ স্ট্রাইক রেটেও বেশ অবদান রেখেছেন এই ক্যারিবিয়ান।
গত ৭ জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল সারির। সেদিন দলকে জিতিয়েই আমেরিকায় এসেছেন তিনি। শুক্রবার মেজর লিগে প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবেন তারা। যদিও সারির সঙ্গে পুরো টুর্নামেন্টের চুক্তি রয়েছে তার। আর শনিবার সমারসেটের বিপক্ষে সারির সেমিফাইনালের ম্যাচ রয়েছে। তাই শুক্রবার মেজর লিগ খেলেই উড়াল দিবেন এই ক্যারিবিয়ান।
সেমিতে জয় পেলে আগামী ১৫ জুলাই তাদের এক্সেস বা হ্যাম্পাশায়ারের বিপক্ষে ফাইনাল খেলতে হবে। ফাইনালে উঠার লড়াই শেষে আবারও তাকে আমেরিকায় ফিরতে হবে। কেননা, রোববার লস এঞ্জেলস নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। কাজেই মাত্র ৭৫ ঘণ্টা ব্যবধানে এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে চারটি ম্যাচ খেলতে হতে পারে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com