২৩ নভেম্বর র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন নূরপুর গ্রামস্থ উপজেলা পরিষদ পাবনা এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হোসেন (২৫), পিতা- মোঃ হুমায়ন কবির, সাং- রাধানগর, থানা-পাবনা সদর, জেলা- পাবনা'কে ০৯ (নয়) বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
পরবর্তীতে ধৃত আসামীর তথ্যমতে ঘটনাস্থলঃ পাবনা জেলার সদর থানাধীন রাধানগর গ্রামস্থ ধৃত আসামী মোঃ রাসেল হোসেন (২৫) এর বসতবাড়ীর টিনসেড রান্নাঘরের পাশে কাগজের কার্টুনের মধ্যে রক্ষিত আরো ৬৬ (ছেষট্টি) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন। যাহার আনুমানিক মুল্য (৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা।
গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল ও মোবাইল-০১টি, সীম কার্ড-০২টি এবং নগদ ৬৫০ (ছয়শত পঞ্চাশ) টাকা উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।