তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বৃষ্টি হানা দেয়ায় ম্যাচ নেমে আসে ৭ ওভারে। সেই বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৭ ওভারে ৯৪ রানের বিশাল লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া, যা তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ধসে পড়ে। ৭ ওভারের সংক্ষিপ্ত টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান শেষ পর্যন্ত ৬৪ রানেই থেমে যায়, ৯ উইকেট হারিয়ে। এতে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। ম্যাক্সওয়েলের ১৯ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৪৩ ও শেষ দিকে স্টয়নিসের ৭ বলে ২১ রানের কল্যাণে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে। অজিরা জয় পায় ২৯ রানে।
পাকিস্তানের হয়ে ইনিংসের শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুত উইকেট হারানোর ফলে তারা কোনো প্রতিরোধ গড়তে পারেনি। ওপেনার শাহিবজাদা ফারহান প্রথম দুই বলে দুইটি চার মারলেও চতুর্থ বলেই আউট হয়ে যান। মাত্র ৩ ওভারেই পাকিস্তান হারায় ৫ উইকেট এবং রান দাঁড়ায় ২০-তে। অধিনায়ক রিজওয়ান শূন্য রানে এবং বাবর আজম মাত্র ৩ রান করে আউট হন। দলের সর্বোচ্চ স্কোর আসে পেসার আব্বাস আফ্রিদির ব্যাট থেকে, যিনি ১০ বলে করেন ২০ রান। অস্ট্রেলিয়ার নাথান এলিস ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩টি উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যা তাদের শক্তিশালী সংগ্রহে সাহায্য করে। নাসিম শাহর ওভারে ৪টি চার মেরে তিনি রান তুলতে থাকেন এবং শেষ পর্যন্ত মার্কাস স্টায়নিসের ৭ বলে ২১ রানের ক্যামিওতে দল ৭ ওভারে তোলে ৯৪ রান।
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com