চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার আলাতুলি ইউনিয়নে ৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ও বিজিবি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান। বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম লাদেন (৪৫)। তিনি সীমান্তে ভারত থেকে আসা হেরোইন আমদানির মূলহোতা।
র্যাব অধিনায়ক জানান, শফিকুল হেরোইন আমদানির মূলহোতা। এর আগে র্যাব তিনবার অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি। বুধবার রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় তার বসতবাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরে র্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।
শান্ত/অননিউজ