কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, সকল লোভ লালসার উধ্বে উঠে ৫০ বছর ধরে কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমার রাজনৈতিক জীবনে যখনই সংকটে পড়েছি, কুমিল্লা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আগামী ৭ তারিখ পর্যন্ত আমার পক্ষে থাকুন, শেখ হাসিনার নৌকার সাথে থাকুন, আগামী ৫ বছর আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। বিগত ১৫ বছরে আমার নির্বাচনী এলাকায় আপনাদের কোন কাজ বাকি রাখি নাই। দেখন যে সমস্যা দেখেছি, নিজ দায়িত্বে করে দিয়েছি। এক সময় কুমিল্লায় এলাকায় এলাকায় মাস্তান সৃষ্টি হয়েছিল। আমি এমপি নির্বাচিত হওয়ার পর মাস্তানি বন্ধ করে দিয়েছি। ইভটিজিং, সন্ত্রাস -চাঁদাবাজি বন্ধ করেছি। আজকে কুমিল্লা রেমিট্যান্সে এক নম্বর। শহরের দিকে তাকালে দেখা যায় বড় বড় অট্টালিকা উঠছে। মানুষ কষ্টাজিত টাকা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। কাউকে এক চাঁদা দিতে হয়না। কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কুমিল্লার ব্যবসায়ীরা আজ শান্তিতে ব্যাবসা করছে। এক সময় বাস মালিকদের মাসিক চাঁদা দিতে হত। আজ বাস মালিকরা চাঁদাবাজমুক্ত।
গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীতে গণসংযোগ এবং বিকেলে ও সন্ধায় বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক উঠান বৈঠকে কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের র্প্রাথী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
হাজী বাহার এমপি বলেন, নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। ৭ তারিখ ভোট উতসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তকারীদের বুঝাতে হবে শেখ হাসিনার পক্ষে সারা জাতি ঐক্যবদ্ধ । আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন। এসময় কুমিল্লা মহানগর, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
ব্যাপক গণসংযোগ অব্যাহত :
গতকাল রবিবার সকালে কুমিল্লা দোকান মালিক সমিতির আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, বাহার মার্কেট ব্যবসায়ী সমিতি,রানীর বাজার ব্যবসায়ী সমিতি, স্টেশন রোড ব্যবসায়ী সমিতি, ইস্টান ইয়াকুব প্লাজা ব্যবসায়ী সমিতি সকল মানুষের সাথে গণ সংযোগ করেন। উক্ত প্রচার প্রচারনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক মো: আতিক উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক চিত্তরন্জন ভৌমিক, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেখুর রহমান,আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টেশনরোড দোকান মালিক সমিতির উপদেষ্টা এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দোকান মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, দোকান মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম ও মো: রতন, চৌরঙ্গী মার্কেটের সভাপতি মীরুর জামান ভূঁইয়া,কুমিল্লা স্টেশনের রোড সাধারণ সম্পাদক কামাল কাসেম ইস্টান ইয়াকুব প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক মনজুরুল আলম, জাতীয় শ্রমিকলীগ কুমিল্লা মহানগরের আহ্বায়ক আনিছুর রহমান ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মাষ্টার, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল সহ মহানগর আওয়ামীলীগের সকল কর্মীরা. উক্ত গণসংযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের নিকট দোয়া চান।
উঠান বৈঠকে জনতার ঢল :
এমপি বাহারের নির্বাচনী নির্বাচনী উঠান বৈঠকে দিনদিন সাধারণ ভোটারদের উপস্থিত বাড়ছে। গতকাল রবিবার বিকেলে এমপি বাহার পাচথুবী ইউনিয়নের সুবর্ণপুর ও নগরীর ২০ নং ওয়ার্ডের উনাইসার এলাকায় উঠান বৈঠক করেন। রাতে তিনি ১৪ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় উঠান বৈঠক বক্তব্য রাখেন। সবকটি উঠান বৈঠকেই জনতার ঢল নামে।
এদিকে গতকাল রবিবার এমপি বাহারে নৌকার সমর্থনে কুমিল্লা -৬ নির্বাচনী এলাকায় কমপক্ষে ৪০ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচনী কার্যলয় সূত্রে জানা গেছে । এসব উঠান বৈঠকে এমপি বাহারের সহধর্মিণী মিসেস মেহেরুন্নেসা বাহার, দুই কন্যা তাহসিন বাহার সূচনা ও আয়মন বাহার সোনালি সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এফআর/অননিউজ