ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি।।
দীর্ঘ সাত বছরের বেশি সময় পলাতক থাকার পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গতকাল রাতে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে আসামি মো:আব্দুস সালাম(৪৫) কে গ্রেফতার করা হয়। দুপুরে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এ তথ্য জানান।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে অভিযান চালিয়ে মো:আব্দুস সালাম নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো:আব্দুস সালাম একজন মাদক ব্যবসায়ী। ২০১২ সালে ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় ২০১৭ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
তিনি আরো বলেন, গ্রেফতারের পর দুপুরে তাকে ফরিদপুর কারাগারে পাঠান হয়েছে।
এফআর/অননিউজ