কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় দইয়ের দামে মাটির পাতিল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ভেড়ামারা পৌরসভার রেল বাজারস্থ পাবনা সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা টাকা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আকাশ কুমার কুন্ডু। ৮৮৮ গ্রাম মাটির পাতিলের দাম নিয়েছে ২৩০ টাকা।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আকাশ কুমার কুন্ডু জানান, ভেড়ামারা পৌরসভার রেল বাজারস্থ পাবনা সুইটসের বিরুদ্ধে একজন ক্রেতার দই’র মাপযোগ গড়মিল থাকার অভিযোগ করেন। রেল বাজারস্থ পাবনা সুইটসে অভিযান পরিচালনা করেন। দইয়ের দাম প্রতি কেজি ২৬০ টাকা। দইয়ের মাটির পাতিল ওজন ১৩৮৮ গ্রাম। কাস্টমারের নিকট থেকে মাত্র ৫০০ গ্রাম দইয়ের মাটির পাতিলের দাম বাদ দেওয়া হয়। বাঁকী ৮৮৮ গ্রাম মাটির পাতিলের দাম কাস্টমারের নিকট থেকে উক্ত প্রতিষ্ঠানটি গ্রহন করে। ৮৮৮ গ্রাম মাটির পাতিল দাম নিয়েছে ২৩০ টাকা। পাবনা সুইটস কে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরারা।
এফআর/অননিউজ