ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর মিনি নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান নতুন ঠিকানা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে তার ভিত্তিমূল্য ছিলো দুই কোটি রুপি। কিন্তু তুমুল লড়াইয়ের পর কেকেআর তাকে কিনে নেয় ৯.২০ কোটি রুপিতে। চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং দিল্লি ক্যাপিটালসের (ডিসি) সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু শেষ পর্যন্ত কেকেআরের ঝুলিতে যান ‘দ্য ফিজ’।
এটি মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বড়ো চুক্তি। এর আগে তিনি কখনও এতো উচ্চমূল্যে বিক্রি হননি। কেকেআরের পেস আক্রমণে তার স্লোয়ার কাটার এবং ডেথ ওভারের দক্ষতা বড়ো ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ‘মুস্তাফিজের সুইং এখন ইডেনে’- এমন একটি ক্যাপশন দিয়ে দলে তাকে স্বাগত জানিয়েছে কেকেআর। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে রাতেই একটি কৃত্রিম ছবি দিয়ে স্বাগত জানায় কেকেআর।
মুস্তাফিজের আইপিএল ইতিহাস: পূর্ববর্তী দল ও মূল্য
মুস্তাফিজ ২০১৬ সালে আইপিএলে অভিষেক করেন এবং এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন (গড় ২৮.৪৫, ইকোনমি ৮.১৩)। তার পূর্ববর্তী দলগুলো এবং নিলামে পাওয়া মূল্য নিম্নরূপ:
২০১৬-২০১৭: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)
নিলামে কেনা হয় ১.৪ কোটি রুপিতে (কিছু সূত্রে এক কোটি উল্লেখ)। অভিষেক মৌসুমেই ১৭ উইকেট নিয়ে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন এবং দলকে শিরোপা জেতাতে বড়ো ভূমিকা পালন করেন।
২০১৮: মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)
২.২ কোটি রুপিতে কেনা হয়।
২০২১: রাজস্থান রয়্যালস (আরআর)
ভিত্তিমূল্যে (১ কোটি রুপি) কেনা হয়।
২০২২-২০২৩: দিল্লি ক্যাপিটালস (ডিসি)
২ কোটি রুপিতে কেনা হয়।
২০২৪: চেন্নাই সুপার কিংস (সিএসকে)
২ কোটি রুপিতে কেনা হয়।
২০২৫: দিল্লি ক্যাপিটালস (ডিসি)
রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে যোগ দেন (নিলামের বাইরে)।
এবারের ৯.২০ কোটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য, যা তার অভিজ্ঞতা এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতার স্বীকৃতি। কেকেআরের মতো শক্তিশালী দলে যোগ দেওয়ায় বাংলাদেশি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
এদিকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএলে মোট তিন বার চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়নশিপ জয়ের সালগুলো:
২০১২: ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম শিরোপা (ক্যাপ্টেন: গৌতম গম্ভীর)।
২০১৪: ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় শিরোপা (ক্যাপ্টেন: গৌতম গম্ভীর)।
২০২৪: ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় শিরোপা (ক্যাপ্টেন: শ্রেয়াস আইয়ার)।
২০২৫ সালে কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলো, কিন্তু প্লে-অফে উঠতে পারেনি এবং শিরোপা জিততে পারেনি।
সূত্রঃekattor
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com