বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন- বিএনপির আমলে বাগমারা ছিল রক্তাক্ত আতংকিত জনপদ। ওই সময় বাগমারার মানুষ দিনেও ঘর থেকে বের হতে পারতো না। স্বাভাবিকভাবে হাট- বাজারে ও রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না। সেই বাগমারায় এখন মানুষ পুরোপুরি নিরাপদ। শুধু তাই নয় পুরো বাগমারারয় রাস্তাঘাটসহ সর্বত্রই এখন বইয়ে উন্নয়নের জোয়ার। শনিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আফতাব উদ্দীন আবুলসহ আরো অনেকে।
এসকেডি/অননিউজ