কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশারনারায়নপুরে এক ইটালী প্রবাসীর জমি দখলের চেষ্ঠা ও প্রান নাশসহ নানা হুমকি দামকির অভিযোগপাওয়া যায়। এ ব্যাপারে ভূক্তভোগি ইটালী প্রবাসী মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রামথানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, শফিকুলনামে এক লোক ইটালী প্রবাসী শহিদুল ইসলামের বসতবাড়ীর সামনে প্রভাব ঘাটিয়ে বাড়ীঘর নির্মানকরেন। পরে আরেক জমিতে তার দোকানঘর করতে গেলে শফিকুল গংরা প্রভাব ঘাটিয়ে বাঁধা দেয় এবং কাজ বন্ধ করে দেয়। প্রতিবাদ করতে গেলে মারধর মিথ্যা মামলাসহ প্রান নাশের হুমকি দিচ্ছে। প্রবাসী হওয়ার কারতে অসহায়দের সুযোগে ওই প্রবাসীর জমি জোর করে দখলে করতে চায় শফিকুল।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ থানা প্রশাসনের কথা কর্ণপাত করছেনা শফিকুল।