নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৃ রাধা পল্লব (৭৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
নিহত ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, দেবভোগ গ্রামের রাধা বল্লভ ও দুর্লভ বিশ্বাসের সাথে বাহিরগ্রামের ছালাম শেখ ও জামাল শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ওই জমিতে সালাম শেখসহ তার লোকজন পাট কাটতে গেলে রাধা পল্লব ও তার ছেলেরা বাঁধা দেন। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাধা পল্লব মারা যান।
এছাড়া আহতদের মধ্যে দুর্লভ বিশ্বাস (৫৩), রাম বিশ্বাস(৪০), শ্যাম বিশ্বাস(৩৫),সুফল বিশ্বাস (৪০), ছালাম (৫৫), জামাল (৫৮) সহ কয়েকজন নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এলাকাবাসী আরো জানান, শেখহাটি ইউনিয়নের দেবভোগ এলাকায় রাধাবল্লবদের শরীকের জমি কেনেন সালাম শেখ ও তার ভাই। সেই জমিতে সম্প্রতি বাড়িঘর তুলে বসবাস শুরু করলে রাধাবল্লবের লোকজন৭/৮মাস আগে ভেঙ্গে ফেলে দেয়। বিষয়টি পুলিশ প্রসানের কাছে লিখিতভাবে জানালেও বিরোধ নিরসন করতে পারেনি। এক পর্যায়ে ওই জমিতে পাট চাষ করেন কৃষক সালাম শেষ। সেই কাটতে গেলে বাধা দেয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, নিহতের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। প্রতিপক্ষের চিকিৎসাধীন চারজন পুলিশি নজরদারিতে রয়েছে।
এফআর/অননিউজ