কুড়িগ্রামে নতুন বছরে নতুন মোড়কের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। সোমবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।এর আগে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জেলা প্রশাসক কুড়িগ্রামে বই উৎসবের সুচনা করেন আনুষ্ঠানিক ভাবে।এরপর সরকারি উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, দাশেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসব পালিত হয়।
এ বছর প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৭ হাজার ৬৫০জন এবং বরাদ্দ অনুযায়ী বই পাওয়া গেছে ১৪ লাখ ১৪ হাজার ৬৮০টি।
মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২২ হাজার ৬৫২জন। বইয়ের চাহিদা ছিল ৩৫ লাখ ২৫ হাজার। পাওয়া গেছে ৩০ লাখ ৬০ হাজার ৩৬৫টি। সারা জেলায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।