বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাজরাপাড়া গুচ্ছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত হাজরা মশিউর রহমান (৩০) হাজরাপাড়া গুচ্ছ গ্রামের মো. মাসুদের ছেলে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘাতক বাইজিত শেখ (২০) কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের এমতাজ শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাজরা মশিউর রহমানকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, হামলার ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ২জনকে গ্রেপ্তার করে।
তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের বাইজিত শেখের ছুরিকাঘাতে ও তার পরিবারের হামলায় তার আপন মামাতো ভাই নিহত হয়েছে। পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24