বাগমারায় ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) বাগমারা কেন্দ্রে ২০২৩-২৪ অর্থ বছরের ৯ম ব্যাচে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মোট ২৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বানইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাহফুজা নাসরিনের হাতে সনদ তুলে দিয়ে প্রশিক্ষনার্থী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদ বিতরণের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুক্তাদির আহম্মেদ, সহকারি প্রোগ্রামার ইসমোতারা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব সহকারি রুহুল আমিন, কম্পিউটার অপারেটর আব্দুস সালাম, অফিস সহায়ক আব্দুল জব্বার ও হিসাব রক্ষক মোজাম্মেল হক প্রমূখ।