চট্টগ্রাম রেঞ্জাধীন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান,বিপিএম(বার) কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম মহোদয়। পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান,বিপিএম(বার) সিলেট জেলার পুলিশ সুপার পদে বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন। এ উপলক্ষ্যে (০৩ জুলাই) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাঁদের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম। ডিআইজি মহোদয় তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায়ী সম্ভাষণ জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, আরআরএফ, চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব শাহজাদা মো: আসাদুজ্জামানসহ, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশনস্-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলাম এবং রেঞ্জাধীন ১১ জেলা ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।