কুমিল্লায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন
সাইফুল ইসলাম।।
সারাদেশে ১ কোটি পরিবারের হাতে টিসিবির পন্য পৌছে দেয়ার অংশ হিসাবে কুমিল্লা জেলায় ২,৬৪, ৭৪৭টি পরিবারের মাঝে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে রবিবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, আজ থেকে কুমিল্লাতে শুরু হচ্ছে টিসিবির কার্যক্রম। ১১০ টাকা কেজি সয়াবিন,মশুর ডাল ৬৫,চিনি ৫৫ টাকা কেজি ধরে বিক্রি করবে টিসিবির ডিলারররা।
তিনি আরও বলেন, রমজান মাসে বাজারে ন্যায্য মূল্যে নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে এবং ভোক্তা অধিকার দপ্তরের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। জনগনকে জিম্মি করে অধিক মূল্য রাখা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সিটি করপোরেশন এলাকায় ২৩ টি স্পটে মোট ১১৭ ডিলারের মাধ্যমে সমগ্র জেলাতে এ কার্যক্রম পরিচালিত হবে।