পীরগঞ্জে আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি।।
মুজিবশতবর্ষের অঙ্গীকার, প্রতিষ্ঠিত হোক খাস জমিতে ভূমিহীনদের অধিকার” এ প্রতিপাদ্যে আদিবাসী নারীদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আদিবাসী নারী জোটের সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। বুধবার সকালে আদিবাসী নারী ঐক্যজোটের আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সভা হয়।
নারী জোটের সদস্য রেনুকা হেমরমের সভাপতি সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সংসদীয় কোর্ডিন্টের বেলাল হোসেন, আদিবাসী নারী জোটের সদস্য তরামনি বাক্সে, মনিকা হেমরমন, শিল্পী মুরমু প্রমূখ।