কচুয়ার মেঘদাইর উত্তর মাঠে বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা
সাইফুল ইসলাম সুমন।।
চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর উত্তর মাঠে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে করে কৃষকদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। আবহাওয়া অনুক‚লে ও সময়মত পানি সেচ দেয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর উত্তর মাঠে ২ একর জমিতে বোরো ধানের আবাদ করে কৃষকরা। মামুন গাজীর স্যালু মেশিন দিয়ে ঠিক সময়ে পানি সেচ দেয়ায় অন্যান্য বছরের তুলনায় ধানের ফলন অনেক ভাল হয়েছে।
কৃষকরা জানান, এবছরে আবহাওয়া অনুক‚লে থাকায় ধানের ফলন ভাল হয়েছে। আমাদের জমিতে মামুন গাজীর স্যালু মেশিন থেকে সময়মত পানি সেচ দেয়া হয়েছে তাই তো চলতি বছরে ধানের বাম্পার ফলনে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছেন কৃষকরা।
এদিকে উপজেলার বিভিন্ন মাঠেও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। তবে বøাস্ট রোগ ও ইদুরের প্রাদুর্ভাব থেকে রক্ষায় কৃষকদের সচেতন করা হয়েছে।