কুসিকে কাউন্সিলর পদে সাধারন আসনে ৯জনের এবং সংরক্ষিত আসনের ১ জনের মনোনয়ন বাতিল ঘোষনা
সাইফুল ইসলাম।।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যাচাই-বাছাইয়ে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। শুরুতে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম আরম্ভ হয়। বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাছাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বিকেল ৪ টায় চূড়ান্ত ফলাফলে ২৭টি সাধারন ওয়ার্ডে ১২০জন প্রার্থীর মাঝে ৯ জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়। এছাড়া ৯টি সংরক্ষিত আসনের ৩৮জন মহিলা প্রার্থীর মাঝে ১ জনের মনোয়ন বাতিল ঘোষনা করা হয়।
উল্লেখিত সাধারন ওয়ার্ডের বাতিল প্রার্থীরা হলেন ২নং ওয়ার্ডের মোঃ বিল্লাল, ৪নং ওয়ার্ডের কবির আহম্মেদ, ৮নং ওয়ার্ডের একরাম হোসেন, ১৪নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ, ১৭নং ওয়ার্ডের সৈয়দ রুম্মন আহম্মেদ, ১৯ নং ওয়ার্ডের জুয়েল, ২১ নং ওয়ার্ডের মিন্টু ও জামাল হোসেন কাজল এবং ২৩ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ। তাছাড়া সংরক্ষিত মহিলা আসনের বাতিল প্রার্থী ৭নং ওয়ার্ডের ফারজানা আক্তার।
এর আগে ১৭ মে পর্যন্ত কুসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন , সাধরাণ কাউন্সিলর ১২০ জন ও মহিলা কাউন্সিলর পদে ৩৮ জনের মনোনয়ন দাখিল করেন।