মাদকের মামলায় বিজয়নগরে তিন ভাই গ্রেপ্তার
রাসেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের মামলায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পত্তন গ্রামের সেলিম ভ‚ইয়ার ছেলে এলেন ভ‚ইয়া-(৪৫), এরশাদ ভূইয়া-(৩২) ও হানিফ ভূইয়া- (২৭)। তারা তিনজন মাদক মামলাসহ ৮টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, বুধবার সকালে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপরাধের ৮টি মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।