সনমান্দী ১৫টি স্থানে বঙ্গবন্ধু ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালন

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)।।

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার সনমান্দী ইউনিয়নের বঙ্গবন্ধু লাইব্রেরীতে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা সনমান্দী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১৫টি স্পটে তোবারক বিতরণ, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল, গণভোজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও শেখ রাসেল এর বই বিতরণ করে ছেন।

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, আজকের বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। কিছু অপশক্তি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করেছিল, সেদিন আল্লাহ পাকের অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলেই এদেশ প্রতিটি সেক্টর উন্নয়ন হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক
হাজী জসিম উদ্দিন, গোলজার হোসেন, গোলাম মোস্তফা নাসিম,সনমান্দী ইউনিয়ন শ্রমিকলীগে আহবায়ক আবু সিদ্দিক,ইউপি সদস্যগণ।

আরো দেখুনঃ