নীলফামারীর ডিমলায় নিজ বাড়ি থেকে ব্যবসায়ী গলা কাটা মৃতদেহ উদ্ধার
সুভাষ বিশ্বাস, নীলফামারী।
ডিমলার বিজয় চত্বরে নিজের বাড়ি থেকে ডার্চ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যবসায়ী আনারুল ইসলাম চৌধুরী (৪৫) এর গলা কাটা মর দেহ (৯ অক্টবর রবিবার) উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। নিহত ব্যবসায়ী আনারুল ইসলাম জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাই এর বড় ছেলে।
প্রায় ১ যুগ ধরে নিজ বাড়ি স্থাপন করে ডিমলা বাজারের এসআরবি মার্কেটে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক নিয়ে মেসার্স সজীব এন্টার প্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করছিল। নিহতের স্ত্রী-সন্তান গ্রামের বাড়ীতে যাওয়ার সুযোগে আনারুল ইসলামকে নিজ বাড়ীতে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করছে এলাকা বাসী।
নিহত আনারুলের বাড়ীর পার্শ্ববর্তী মোটর সাইকেল গ্যারেজ মালিক পল্লব কুমার রায় বলেন- সকাল ১০টায় দোকান খুলে দেখি দোকানের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে এবং পিছনের দরজাটি খোলা। পল্লব কুমার তাৎক্ষনিক আশপাশের লোকজনকে ডেকে বাড়ীর ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে ডিমলা থানার ওসি মো: লাইছুর রহমান জানান, লাশের প্রাথমিক তদন্ত চলছে লাশের আলামত সংগ্রহের জন্য রংপুর পিবিআই কে সংবাদ দেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে