সোনারগাঁয়ে স্কুলে শিক্ষার্থীদের উপর হামলা ভাংচুর ||
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। এ ঘটনায় স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক টিটু বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বারদী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র তানজিম ওরফে সাব্বির কে পূর্ব শত্রæতার জের ধরে তার সহপাঠি আরাফাত হোসেনের নেতৃত্বে হাবিবুর মিয়া, রায়হান, শ্রাবন, সাইফুল, রিফাত মিয়া মারধর করে। পরে স্কুলের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক টিটু সহ অন্যান্য শিক্ষকরা তাদের থামাতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এ সময় হামলাকারী শিক্ষার্থী সহ তাদের লোকজন এসে স্কুলের বেঞ্চ ও জানালারা গøাস ভাংচুর করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ছাত্র সাব্বিরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বারদী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: মোস্তফা জানান, বিষয়টি সংঘর্ষে রূপ নেওয়ায় থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।