প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে বিশেষ গণটিকা কার্যক্রম
মঈন উদ্দিন রায়হান,ময়মনসিংহ সংবাদদাতা।।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় ময়মনসিংহে করোনার বিশেষ গণটিকা কার্যক্রম হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেইে প্রতিটি কেন্দ্রেই শত শত টিকা প্রত্যাশী দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা গেছে। সকাল থেকে শুরু হয়ে এই টিকাদান কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকা কার্যক্রমে টিকা নিতে পেরে খুশি টিকা গ্রহনকারীরা। সেই সাথে টিকা গ্রহনকারীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান ও তার র্দীঘায়ু কামনা করেন।
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় ২০১ টি কেন্দ্রে ২ লাখ ৩৫ হাজার ডোজ গণটিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পূর্ব নির্ধারিত কেন্দ্র ছাড়াও সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং জেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি করে কেন্দ্র বিশেষ টিকাদান কার্যক্রম চলছে। সকাল থেকে লাইনে দাড়িয়ে স্বত:ফুর্তভাবে টিকা নিচ্ছেন টিকা গ্রহণকারিরা। প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়ে নারীর উপস্থিতি ছিল বেশী। তিনি আরো জানান, স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ প্রতিটি কেন্দ্র পরিদর্শন করে টিকা কার্যক্রম তদারকি করছেন।
সুমন,অননিউজ 24।।