কুমিল্লায় বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সংবর্ধনা

নেকবর হোসেন।।
কুমিল্লায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শামীম আলম৷ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান , বেগম রোকেয়া পদক প্রাপ্ত ও নারী নেত্রী পাপড়ি বসু৷

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা: কানিজ তাজিয়া, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম,সংবর্ধনা প্রাপ্ত জয়িতাসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দদের কাছ থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে ১০ জন জয়িতাদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়৷

আরো দেখুনঃ