তিতাসের কলাকান্দি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে চুরি-ডাকাতি ও মাদক প্রতিরোধে উপজেলার কলকান্দি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইন-চার্জ সুধীন চন্দ্র দাস। সভাপতিত্বে করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার।
এসময় তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, অন্যান্য ইউপির তুলনায় কলাকান্দি ইউনিয়নে এখনো তেমন কোন অঘটন ঘটেনি। তারপরেও কিভাবে সব সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়, সে দিকে সকলকে সচেষ্ট থাকতে হবে। চুরি ডাকাতি বন্ধে পাহারার ব্যবস্থা করতে হবে। তবে মাদকের বিষয়ে জিরো টলারেন্স, কাউকেই ছাড় দেয়া হবে না।
সভাপতির বক্তৃতায় ইব্রাহিম সরকার বলেন, সকলেই ধারণা করেছিল কলাকান্দি ইউনিয়নে অশান্তি বিরাজ করবে। মারামারি, মামলা হামলা ঝামেলা হবে। কিন্তু এসবের কিছুই হতে দেইনি আমি। আমি শুধু একটা কথাই বলব প্রতিহিংসা ভূলে যান,কেউ প্রতিহিংসা মনে পোষণ করে রাইখেন না। দেখবেন কোন প্রকার বিশৃঙ্খলা হবে না। কলাকান্দি হবে শান্তির কলাকান্দি।
শুরুতেই পবিত্র কালামে থেকে পাঠ করেন মাওলানা আব্দুল আউয়াল। এরপরই বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের মেম্বার এস এম দুলাল ও সমাজসেবক জামাল সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কলাকান্দি ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইমরুল হাসান, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, ইউপি সচিব কাজী কামাল উদ্দিন, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর মোঃ রুহুল আমিন, বাচ্চু মিয়া মেম্বার, মোঙ্গল মিয়া মেম্বার, মনসুর আলী মেম্বার, মজিবুর রহমান মেম্বার, মোঃ ডালিম মিয়া মেম্বার, নাছিমা আক্তার মেম্বার, শিরিনা আক্তার মেম্বার, শামসুদ্দিন মাস্টার, আনিস মোল্লা, কবির সরকার, গিয়াস উদ্দিন সরকার, মাসুক মুন্সি, হাজী ধনু কবির, মামুন সরকার, শাহজাহান মেম্বার,সামছু সওদাগর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ।