সিত্রা স্ট্রাইকার্স এর আয়োজনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত
সাহিন সিকদার।
সিত্রা স্ট্রাইকার্স এর আয়োজনে ও বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সার্বিক ব্যাবস্থাপনায় “বাংলাদেশী ক্রিকেট টুর্নামেন্ট ২০২২/২০২৩” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সিত্রার একটি স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভার খেলে ১৩১ রান করে মানামা ফ্রেন্ডস ক্লাব। জবাবে ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই বিজয় তুলে নেয় “বি-বাড়িয়া আশার আলো”।
ম্যাচসেরা নির্বাচিত হয় – আশার আলোর “রুহুল আমিন”।
বেস্ট প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট – আশার আলোর ক্যাপ্টেন “আরিফ”।
টুর্নামেন্ট সেরা বোলার – “নুর আলম” সিত্রা স্ট্রাইকার্স।
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান – “জুয়েল” মুহাররাক ফ্রেন্ডস ক্লাব।
ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এম্বাসীর প্রথম সচীব (শ্রম) জনাব “মাহফুজুর রহমান”। ভাইস প্রেসিডেন্ট “আবু হানিফ মাসুমের” সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি “মুস্তাফিজ মাসুমের” সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি জনাব “বশির আহমেদ”। ও লিন্নাস মেডিকেলের ল্যাব ইনচার্জ জনাব “নাহিদ” এবং বিশিস্ট ব্যবসায়ী “আনোয়ার হোসেন”, বিশিস্ট ব্যবসায়ী “রবিউল হক” সহ আরো অনেকেই।