দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোহন,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে আজ সোমবার (৪ অক্টোবর) সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন এর সাথে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় নির্বাহী অফিসার বলেন, আলোকিত ও মানবিক উপজেলা হিসাবে মোল্লাহাটকে গড়তে হলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোঃ আসগর আলী, সহ-সভাপতি উপাধ্যক্ষ(অবঃ) প্রমথ রঞ্জন কির্ত্তনীয়া ও ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক(অবঃ) আব্দল্লাহীল কাফি, সদস্য শিক্ষক কে এম আলম, সাংবাদিক মোহাম্মাদ আলী মোহন, শিক্ষক মনিশংকর গোলদার, শিক্ষক মনিরা পারভীন ও শিল্পী রানী মন্ডল।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।