ক্ষুদে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে…..এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন
সাজ্জাদ হোসেন, মুরাদনগর
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোন বিকল্প নাই। বিশ্বায়নের এই যুগে বিজ্ঞানকে প্রাধান্য দিলেই বাঙ্গালী জাতি সমৃদ্ধি লাভ করতে পারবে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ব আহবান জানান।
আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি রোববার দুপুরে মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এর ব্যাক্তিগত উদ্যোগে উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে শিক্ষার আগ্রহ ও প্রতিটি স্কুলে ক্ষুদে বিজ্ঞানী তৈরীর লক্ষে ওই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক উপেজলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহেম্মদ, ঘোড়াশাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহম্মদ, কামালা ডি.আর.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ জুয়েল, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা।
বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের উপস্থাপনায় উদ্বুদ্ধকরণ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশিদ প্রমূখ।