ব্যালট ছিনতাই মামলায় খোকন-কাজলের জামিন

অনলাইন ডেক্স।।

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আগাম জামিন পেয়েছেন।

সোমবার (২০ মার্চ) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুই আইনজীবীসহ ১৩ জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। রুহুল কুদ্দুস কাজল, মাহবুব উদ্দিন খোকন ছাড়া অন্য আসামিরা হলেন গাজী কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, মাহদীন চৌধুরী, এসএম মুক্তার কবির খান, আশরাফুজ্জুমান খান, মঞ্জুরুল সুজন, কামরুল ইসলাম, গোলাম আক্তার জাকির, নুরে আলম সিদ্দীকী সোহানসহ সাড়ে তিনশত বিএনপিপন্থী আইনজীবী।

আদালতে বিএনপির আইনজীবীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথম দিন পাল্টাপাল্টি মিছিল, দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার জেরে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট বার এলাকা।

নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীরা ভোটদান থেকে বিরত থেকেছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানান। ১৬ মার্চ দিনগত রাতে ১৪টি পদের সবকটিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ৩ হাজার ৭২৫ ভোট ও সম্পাদক পদে আব্দুন নুর দুলাল ৩ হাজার ৭৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২৯৩ ভোট ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩০৯ ভোট পেয়েছেন।

শান্ত/অনইউজ

আরো দেখুনঃ